অবতক খবর , সংবাদদাতা , পূর্ব বর্ধমান:- এদিন সকাল নটা থেকে সাড়ে নটা সময় এলাকাবাসী দেখেন এক আজব জীব গোদা এলাকার ২নং জাতীয় সড়কের পাশে বসে রয়েছে। কার্যতঃ বিভিন্ন ধরনের বিভিন্ন রকম কথা বলেন,কেউ বলেন,উপপ্রজাতি হরিণ আবার কেউ বলছেন অন্য কোনো প্রজাতি পশু সুতরাং এই নিয়ে নানান ধরনের মন্তব্য শুরু হয়।
এলাকাবাসী যথারীতি বর্ধমান থানায় ফোন করা হলে ঘটনাস্থলে আসে পুলিশ। ওই পশুকে পুলিশ উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেন। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এই পশুটি হলো নীল গায়,এই ধরণের পশু ভারত বর্ষের রাজস্থান ও বিদেশের বিভিন্ন জঙ্গলে দেখা যায়।
এই মুহূর্তে এই নীল গায়টি জখম অবস্থায় রয়েছে, ভিটেনারী চিকিৎসক এসে চিকিৎসা শুরু করবেন বলে জানান বন বিভাগের কর্তৃপক্ষ। এই রকম জখম দেখে অনুমান করা হচ্ছে যে ২ নং জাতীয় সড়ক দিয়ে পাচার করার উদ্যেশে নিয়ে যাওয়া হচ্ছিলো, কোনো কারণে লাফিয়ে সড়কে ধারে পরে যায়।