অবতক খবর,১৬ ফেব্রুয়ারী,মালদা:- উদ্বোধনের আগেই জাতীয় সড়কের উপর নির্মাণ হওয়া তুলসীহাটায় উড়ালপুলে একাধিক জায়গায় ফাটল, আঙুল দিলেই খসে পড়ছে চাঙর, জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করলেন কংগ্রেসের জেলা পরিষদ সদস্যা, তড়িঘড়ি তদন্তের নির্দেশ জেলাশাসকের, কেন্দ্র টাকা পাঠাচ্ছে লুট করছে তৃণমূল অভিযোগ বিজেপির, কেন্দ্রের কাজে তৃণমূলের ভূমিকা নেই পাল্টা শাসকদল, ঠিকাদারি সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন।
যানজট এড়াতে জাতীয় সড়কের উপরে নির্মাণ হয়েছে উড়ালপুল। উড়ালপুল নির্মাণের কাজ সমাপ্ত। যদিও এখনো সেই উড়ালপুল উদ্বোধন হয়নি। আর উদ্বোধনের আগেই উড়ালপুলে একাধিক জায়গায় ফাটল। আঙুল দিয়ে খসে পড়ছে চাঙর। নির্মাণের কাজে ব্যাপক দুর্নীতির আশঙ্কা। আতঙ্কে এলাকাবাসী। জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করলেন কংগ্রেসের জেলা পরিষদ সদস্যা।
তড়িঘড়ি তদন্তের নির্দেশ জেলাশাসকের।ঘটনা সামনে আসতেই শুরু রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ স্থানীয় তৃণমূল নেতারা ঠিকাদারি সংস্থার কাছ থেকে কাটমানি নিয়েছে। তাই নিম্নমানের কাজ হয়েছে। যদিও তৃণমূলের দাবি এই কাজ জাতীয় সড়ক কর্তৃপক্ষের। নিম্নমানের কাজ হলে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থেকে চাঁচলগামী ৮১ নং জাতীয় সড়কে তুলসিহাটার কাছে নির্মাণ হয়েছে উড়ালপুল। এদিকে উদ্বোধনের আগেই উড়ালপুলে একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে। পাশে রাস্তা দিয়েই চলছে যান চলাচল। ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয় কংগ্রেসের জেলা পরিষদ সদস্যা চুমকি দাস এই নিয়ে জেলাশাসক নীতিন সিংহানিয়ার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে তড়িঘড়ি তদন্তের নির্দেশ জেলাশাসক নীতিন সিঙ্গানিয়ার। গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর। বিজেপির দাবি কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত অর্থে পশ্চিমবঙ্গের রাস্তা এবং ব্রিজের কাজ হচ্ছে।
কিন্তু সেখান থেকে অর্থ লুট করছে তৃণমূল নেতারা। যার কারণে এই অবস্থা। পাল্টা তৃণমূলের মত কেন্দ্র সরকারের কাজে তাদের কোন ভূমিকা নেই। বিজেপি নিজের দোষ ঢাকতে মূর্খামির কথা বলছে। অন্যদিকে ৮১ নং জাতীয় সড়কের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দিগন্ত কুন্ডুর দাবি কোন ফাটল হয়নি। কিছু জায়গায় সমস্যা থাকলে সেটা সংস্কার করা হবে। বিশেষজ্ঞ দ্বারা ফিট সার্টিফিকেট পেলে তারপরে উদ্বোধন হবে।
প্রশ্ন উঠছে কেন উদ্বোধনের আগেই এই অবস্থা উড়ালপুলের? কেন আঙুল দিলেই খসছে চাঙ্গর? তবে কি সঠিক ভাবে হয়নি নির্মাণ কাজ? নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে কাজে? থাকছে বিভিন্ন প্রশ্ন?