অবতক খবর,১৩ ফেব্রুয়ারী : বাগদা উপনির্বাচনের আগে তৃণমূল নেতারা এসে প্রতিশ্রুতি দিয়েছিল। জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ভোটের ফল বেরোনোর সাত দিনের মধ্যে কাজ শুরু করবে | অভিযোগ ভোট মিটলে দেখা নেই কারোর | মিলেছে বছরের পর বছর প্রতিশ্রুতি | প্রতিশ্রুতি ছিল উপনির্বাচনে বিধায়কের আসনে তৃণমূল প্রার্থী মধুপনা ঠাকুর জয়ী হলে ফলাফল বেরোনোর সাত দিনের মাথায় ব্রিজের কাজ শুরু হয়ে যাবে।
উপনির্বাচনের আগে এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল সভাধিপতি নারায়ণ গোস্বামী। এমন কি তিনি বলেন ব্রিজের কাজ না হলে জুতোর মালা গলায় পড়ে দেওয়ার এমনটাই জানায় স্থানীয়রা। কিন্তু আজও তা হয়নি ব্রিজের কাজ। বৃহস্পতিবার সকালে বাগদা থানার সিন্দ্রানি পঞ্চায়েতের রাঘবপুরে কয়েকশো মানুষ বাওরের উপরে কংক্রিটের সেতু নির্মাণের দাবিতে ক্ষোভ উগড়ে দেয়| কাঠের সেতু ভেঙে যাতায়াত বন্ধের মুখে | ক্ষুব্ধ বাসিন্দারা | বিক্ষোভে সামিল অভিভাবক স্কুলের ছাত্র-ছাত্রী |