অবতক খবর,১৮ অক্টোবর: উপনির্বাচনের আগে হাড়োয়ায় কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হচ্ছে?

রাজ্যে আগামী ১৩ ই নভেম্বর ছটি বিধানসভায় উপনির্বাচন তার মধ্যে উত্তর ২৪ পরগনার হারোয়া বিধানসভা নির্বাচন রয়েছে।

হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে ভূমিপুত্রকে প্রার্থী হিসেবে চাই এই দাবিতে পড়লো পোস্টার সোশ্যাল মিডিয়াতেও প্রচারের ঝড় উঠেছে ভূমিপুত্রের প্রার্থী দাবিতে সাধারণ মানুষ জানাচ্ছেন দীর্ঘদিন তারা ভূমি পুত্র থেকে বঞ্চিত হয়েছেন এবং পারস্পরিক গ্যাপ তৈরি হয়েছে সে কারণেই হাড়োয়ার ভূমিপুত্র কি প্রার্থী চাই এমন দাবি তুলে সোশ্যাল মিডিয়াতে পাশাপাশি হাড়োয়া ব্লকের চারটি অঞ্চলে পণ্য পোস্টার আগামী ১৩ ই নভেম্বর ১২১ হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে ভোট গ্রহণ হতে চলেছে তার আগে পোস্টার ভিড়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে যদি এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা হয়নি এই নিয়ে হাড়োয়ার তৃণমূল নেতৃত্ব মুখে কুলুপ এসেছে।

কেবা কারা নাগরিক সমাজের নাম করে পোস্টার দিয়েছে সোশ্যাল মিডিয়া অন্যদিকে একাধিক সামাজিক মাধ্যমে এই পোস্ট ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন নামে সেখানে পোস্ট করা হয়েছে কখনো হাড়োয়া তৃণমূল নেতৃত্বের ফেসবুক এই পোস্ট শেয়ার করেছে থ কিন্তু তারা এ ব্যাপারে কিছু বলতে চাইছে না।