অবতক খবর, সংবাদদাতা, হুগলি :: ছোট গল্প,উপন্যাস,সিনেমার স্ক্রিপ্ট লেখা,সিনেমা পরিচালনার সাথে সাথে কড়া হাতে হুগলি জেলার আইন শৃঙ্খলা সামলাচ্ছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ডক্টর হুমায়ুন কবির।এক কথায় বলা যায় পুলিশ কমিশনার হুগলি জেলার দুষ্কৃতী দৌরাত্ম সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন কমিশনারের দায়িত্ব গ্রহণের সাথে সাথে।অনেক প্রতিভার অধিকারী চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার হুমায়ুন কবির।
দক্ষ পুলিশ আধিকারিকের সাথে দক্ষ লেখক বলাও চলে পুলিশ কমিশনারকে।ইতিমধ্যে বেশ কিছু উপন্যাস সহ বহু ছোট গল্পের বই লিখেছেন হুমায়ুন কবির।তার লেখা বই গুলির মধ্যে “রঙে রঙে রামধনু”,”উত্তরণ”,”ফহিনাল গাজি”,”আলেয়া এবং” বইগুলি মানুসের মধ্যে এক অন্য জায়গা করে নিয়েছে।ইতিমধ্যেই হুমায়ুন কবিরের কাহিনী চিত্রনাট্য পরিচালনায় মুক্তি পেয়েছে বহু বিখ্যাত অভিনেতা অভিনেত্রীর অভিনয়ে বাংলা সিনেমা আলেয়া।
২০১৮ সালে পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়েছিলেন হুগলি জেলায়।সেই সময় হুগলি জেলা ছিল দুস্কৃতিদের আঁতুরঘর।কিন্তু ক্রিমিনালদের গোড়া থেকে নির্মূল করার শপথ নিয়ে কাজে যোগ দিয়েছিলেন হুমায়ুন কবির।তার পর একে একে তার নেতৃত্বে বহু সাফল্য অর্জন করেছে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ বাহিনী।বড় বড় দুষ্কৃতী গ্রেফতার থেকে অস্ত্র ভান্ডার বাজেয়াপ্ত সমস্ত হয়েছে হুমায়ুন কবিরের নেতৃত্বে।
যেখানে আগে হুগলি জেলায় প্রত্যেকদিন খবর পাওয়া যেত খুন,বোমাবাজি সহ বিভিন্ন অসামিকজিক কাজের সেখানে এখন শান্ত হুগলি জেলা।সমাজসেবামূলক কাজেও জুড়ি মেলা ভার পুলিশ কমিশনারের।সব সময় মানুষের বিপদের পাশে দাড়িয়ে তাদের দিকে সাহায্যের হাত বাড়াতেও দেখা গেছে চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনারকে।
হুগলি জেলায় আসার আগে বিভিন্ন জেলার দায়িত্ব সামলেছেন কড়া হাতে।দুস্কৃতিদের কাছে রিয়েল সিংঘাম পুলিশ কমিশনার হুমায়ুন কবির।কিন্তু এত কঠোর ভাবে আইন শৃঙ্খলা সামলানোর সাথে চালিয়ে যাচ্ছেন তার লেখা।কোলকাতা বইমেলায় তার লেখা বই প্রকাশ পেয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর হাত থেকে।তার লেখা বই পাবলিশ হচ্ছে আনন্দ পাবলিশার্স থেকে।এছাড়াও তার বিভিন্ন লেখা প্রতিনিয়ত ছাপা হচ্ছে বিভিন্ন পত্রিকায়।
এখনকার সমাজের কথায় বেশি করে উঠে আসে পুলিশ কমিশনারের কথায়।পুলিশ কমিশনার হুমায়ুন কবির জানান লেখা তার দীর্ঘদিনের নেশা তাই পুলিশের কাজের মাঝেও সময় বের করে লেখার কাজ চালিয়ে যান প্রতিনিয়ত।এক কথায় তাই বলাই যায় উপন্যাস,ছোট গল্প,সিনেমার স্ক্রিপ্ট লেখার সাথে সাথে একই দক্ষতায় হুগলি জেলার আইন শৃঙ্খলা কড়া হাতে সামলাচ্ছেন পুলিশ কমিশনার হুমায়ন কবির।তার এক হাতে যেমন চলে কলম তেমনি ওপর হাতে চলে লাঠি।