অবতক খবর,৩১ অক্টোবর: উৎসবের মরসুম শেষ হতেই বালুরঘাট শহরে করোনার সংক্রমণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন পূর্বের মতোই কঠোরভাবে এই করোনার আক্রমণ প্রতিহত করতে দৃঢ়প্রতিজ্ঞ। বালুরঘাট শহরের বিভিন্ন এলাকায় কনটেইনমেন্ট জোন তৈরি করা হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে। বালুরঘাট থানার পুলিশও করোনা যোদ্ধা হিসেবে লড়াইয়ের প্রথম সারিতে রয়েছে। বালুঘাট শহরের বিভিন্ন এলাকায় নাকা চেকিং চালানো হচ্ছে।
করোনা কালে যারা মাস্ক ছাড়াই বাইরে বের হচ্ছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে পুলিশ প্রশাসন। সাধারণ মানুষকে তোরা করার পাশাপাশি মাক্স প্রদান এমনকি কিছুটা কড়া হাতে করোনার সংকট রুখতে ধরপাকড়ও চালাচ্ছে বালুরঘাট থানার পুলিশ। সেইমতো রবিবার বালুরঘাট থানার পুলিশের পক্ষ থেকে বালুরঘাট এলাকায় নাকা চেকিং চালানো হয়। মাস্ক ছাড়াই যারা বাইরে বেরিয়েছে তাদের সতর্ক করার পাশাপাশি বেশকিছু দরিদ্র মানুষের হাতে তুলে দেয় বালুরঘাট থানার পুলিশ। করোনার সংক্রমণ বালুরঘাট থানার পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণমানুষ।