রাজায় রাজায় যুদ্ধ হয়,আবার কেস গটআপও থাকে।আমরা সাধারণ মানুষ হা-করে তাকিয়ে থাকি। কথায় আছে এই যুদ্ধে উলুখাগড়ার প্রাণ যায়।

একটি রাষ্ট্রীয় খুনসুটি
তমাল সাহা

প্রেম গভীর হলে
মাঝেমধ্যে হবেই খুনসুটি।
তবেই তো প্রেমের মজা
কাছাকাছি আসে হৃদয় দুটি।

প্রেমিকা মন্দিরা লিখলো
আবেগ ভরা চিঠি চার পাতা।
প্রেমিক মন্দার, তার কী কম আবেগ!
সে কী অক্ষরসজ্জা!
ভরে গেল চৌদ্দ পাতার খাতা!
প্রেমিকার তো মাথায় হাত
বিশাল উত্তরে সে কুপোকাত!

এ কী মায়ের হাতের তরকারি?
এতোই সোজা!
পনেরো পাতার লিখতে চিঠি
একজন সহকারী দরকারি!

প্রেম থাকলে মাঝে মাঝে চলে
চিঠির এমন রাগী প্রলাপ।
কালীপুজো আসুক,
দেখবে কালীঘাটে চলে যাবে প্রেমিক
দিয়ে আসবে রক্ত গোলাপ।

প্রেম বড় রহস্যময়—
কখনো আলাপ,প্রলাপ,
কখনো কথার খেলাপ।
প্রেম তুমি কাছে এসো
আকাশে জমেছে বর্ষা-মেঘ
মেলেছে ময়ূর রঙিন কলাপ।