অবতক খবর, সংবাদদাতা, মুর্শিদাবাদ ::- হোপ ফাউন্ডেশন এর পক্ষ থেকে 74তম স্বাধীনতা দিবস উদযাপন হলো এক আলাদা সংকল্প নিয়ে। জন বিস্ফোরণ ও কংক্রিটের জঙ্গলে পৃথিবী এখন ভারাক্রান্ত। দিন দিন বাড়তে চলেছে দূষণের মাত্রা। পৃথিবীতে যুগ যুগ ধরে চলতে উন্নয়নের রথচক্র। আর এই উন্নয়ন অপর দিকে বয়ে আনছে চরম বিপদ। প্রাকৃতিক বিপর্যয় এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এক বিপর্যয় শেষ হতে না হতেই অন্যটা এসে হাজির। সুতরাং সময় এসে সকল দুঃখ গ্লানি ভূলে কাঁধে কাঁধ মিলিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পৃথিবীর জন্য কিছু করার।

এই রঙ্গ মঞ্চে মানুষ আসবে আর যাবে কিন্তু এই মঞ্চকে বাঁচানো এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সুবাদে ভগবানগোলা থানার বাহাদুরপুর হোপ ফাউন্ডেশন বাংলা সংস্কৃতি মঞ্চ, বাংলা পক্ষ, আমরা চতুরঙ্গ, বাংলাস্টোর ও খুদাই খিদমতগারের সংযোগিতায় এলাকার বেশ কিছু জায়গায় গুনীজনদের নিয়ে বর্ণাঢ্য বৃক্ষ রোপন কর্মসূচি পালন করলো। প্রসঙ্গত এই বেসরকারি সংস্থাটি সমাজ সেবামূলক সমস্ত কাজের সঙ্গে গত দুই বছর ধরে জড়িত।