অবতক খবর :: মুর্শিদাবাদ :: মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার নতুন কাশিপুর গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল রেজিনগর থানার পুলিশ। মৃত গৃহবধূর নাম রুপালি বিবি(২১) বলে জানা গেছে । তার স্বামী রহিম শেখের সঙ্গে বিয়ে হয়েছিল তিন বছর আগে। তবে বিয়ের ৩ বছর কেটে গেলেও তাদের কোন সন্তান ছিল না । দীর্ঘদিন শ্বশুরবাড়ি সঙ্গে অশান্তির জেরে তিনি শশুর বাদী ছেড়ে চলে এসেছিলেন।
মৃতা রুপালি বিবি তার মায়ের কাছে এসে থাকতে শুরু করেন । জানা যাচ্ছে শ্বশুরবাড়ির লোক, তার সঙ্গে কোনো যোগাযোগ রাখত না। কেন সে আত্মহত্যা করল , পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ।