অবতক খবর,৪ সেপ্টেম্বর,এগরা,পূর্ব মেদিনীপুর: বাঙালির উৎসব মানেই দুর্গোৎসব। যেখানে বাঙালির নতুন জামাকাপড় পরে মন্ডপে মন্ডপে ঠাকুর দেখতে যাওয়ার হিড়িক পড়ে। আর সে কারণেই বাঙালির ঘরে ঘরে নতুন জামাকাপড় কেনাকাটার হিড়িক পড়তে শুরু করেছে ইতিমধ্যে।

তার পূর্বেই সর্বসাধারণের জন্য দুর্গাপুজোর আগে এগরা শহরে অভিনব শপিং কমপ্লেক্স (এম- সিটি) এর উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি।

তিনি জানান, অত্যন্ত সুলভ মূল্যে মানুষ জামাকাপড়- সহ অন্যান্য সামগ্রী ক্রয় করতে পারবেন। একই জায়গায় এলে মানুষ সবকিছুই পাবেন। সর্বোপরি ক্রেতাদের সঙ্গে বিক্রেতাদের ভালো ব্যবহার করতে হবে। পাশাপাশি জিনিসপত্রের গুণগত মানও ভালো হওয়া প্রয়োজন। উপস্থিত ছিলেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, সমাজসেবী কৌস্তুভ দাস, রাজেশ আলি, গৌতম বেরা-সহ সংস্থার কর্ণধার ও বিশিষ্টজনেরা।