নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ২৪শে ডিসেম্বর :: ইসলামপুর :: কেন্দ্রে বিজেপি সরকারের আনা জনবিরোধী ও অমানবিক এনআরসি এবং সিএএ আইনের বিরুদ্ধে জনস্বার্থে বিক্ষোভ মিছিলে অংশ নিলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী।
সোমবার রামগঞ্জ স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন ময়দানে সংশ্লিষ্ট বিষয়কে সামনে রেখে আয়োজিত এক জনসভায় প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন তিনি।তিনি জানান,এই আইন আগে ছিল না এবং এই আইনের আদৌ কোনো প্রয়োজন নেই।
শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে নানা ভাবে এবং মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা তাদের এই আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচির মাধ্যমেই তীব্রভাবে এর বিরোধিতা করে যাবেন।
অন্যদিকে মিছিলে অংশ নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবাদ প্রতিধ্বনিত হয় উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি ফারহাদ বাণুর প্রতিনিধি তথা সংগঠনের রাজ্য কোর কমিটির সদস্য জাভেদ আখতারের কন্ঠেও প্রতিধ্বনিত হয় প্রতিবাদ।
রামগঞ্জ এলাকাজুড়ে পায়ে পায়ে মিছিলটি ঘুরে বেড়ায় এবং শেষে একটি জনসভায় আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্বে গঙ্গেশ দে সরকার, কামাল উদ্দিন এবং মেহেতাব চৌধুরী সহ অন্যান্যরা।