অবতক খবর :: শিলিগুড়ি :: এবারে করোনা ধরা পড়ল শিলিগুড়ির ওষুধের দোকানেও। শিলিগুড়িয ভুটিয়া মার্কেটের উলটো দিকে একটি ওষুধের দোকানের কর্মচারী দুজনের ধরা পড়ল করোনা পজিটিভ। গতকাল সকালে তাদের সোয়াব টেষ্টের রিপোর্ট পজিটিভ আসে।
ওই ওষুধের দোকান থেকেই ওই দুজনকে কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের সংম্পর্শে আসা দশজনকে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। এদিকে ওই ওষুধের দোকানে করোনা পজিটিভ ধরা পড়বার পরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকাতে। বন্ধ করে দেওয়া হয় আশেপাশের দোকানগুলি।