অবতক খবর,১০ জানুয়ারি: এবার কাঁচরাপাড়া পৌরসভার পক্ষ থেকে দেওয়া হবে বুস্টার ডোজ।
আজ কাঁচরাপাড়া পৌরসভা এর মুখ্য প্রশাসক সুদামা রায় জানান,যাদের বয়স ৬০ বছরের বেশি এবং তাদের যদি করোনার দ্বিতীয় ভ্যাকসিন দেওয়ার ৯ মাস হয়ে গিয়ে থাকে তবে তাদেরকেই কাঁচরাপাড়া পৌরসভার পক্ষ থেকে বুস্টার ডোজ দেওয়া হবে। তার জন্য শুধুমাত্র প্রয়োজন আপনি যে দ্বিতীয় ডোজটি ৯ মাস আগে নিয়েছেন তার প্রমাণ। অর্থাৎ দ্বিতীয় ডোজের সার্টিফিকেট এবং আধার কার্ড।
অন্যদিকে যেভাবে করোনার বাড়বাড়ন্ত শুরু হয়েছে, তাতে যদি কেউ মনে করেন যে তিনি অসুস্থ এবং করোনা পরীক্ষা করাবেন তবে অসুস্থ ব্যক্তি কাঁচরাপাড়া ১২ নম্বর ওয়ার্ড হেল্থ অফিসে গিয়ে যোগাযোগ করে করোনা পরীক্ষা করাতে পারবেন। এমনই জানিয়েছেন মুখ্য প্রশাসক সুদামা রায়।
সুদামা রায় আরো জানান, ইতিমধ্যেই কাঁচরাপাড়া পৌরাঞ্চলের কিছু মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। তারা আইসোলেশনে রয়েছেন এবং তাদের যাবতীয় ওষুধপত্রের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, যদি কেউ করোনা আক্রান্ত হয়ে থাকেন তবে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমরা যাবতীয় ওষুধপত্র আপনাদের পৌঁছে দেব। এই পরিস্থিতিতে সুস্থ থাকুন,সতর্ক থাকুন,মাস্ক-স্যানিটাইজার ব্যবহার এবং শারীরিক দূরত্ব বজায় রাখুন।