অবতক খবর,২১ মার্চ: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে দিল্লির পর জয় লাভ করে পাঞ্জাবে আম আদমি পার্টি।
তাই এবার পশ্চিমবাংলায় নজর দিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জননেতা অরবিন্দ কেজরিওয়াল।
তিনি জানান, পশ্চিমবাংলায় এবার পঞ্চায়েত নির্বাচনে পাখির চোখ করে লড়বে আম আদমি পার্টি।
তাই এবার নদীয়া জেলা জুড়ে ছেয়ে গেল হরিণঘাটা ব্লক জুড়ে আম আদমি পার্টির পোস্টার। এই দিন দেখা গেল বিরহী বাজার সংলগ্ন বিভিন্ন এলাকায় আম আদমি পোস্টার। তাতে লেখা আছে নদীয়া জেলার যোগদান করার জন্য মিসকল দিন।
সাথে সাথে উল্লেখ করা আছে,
নোংরা রাজনীতিতে করতে সাফ তাই
বাংলায় এবার আসছে আপ।
যদিও এ বিষয়ে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের ব্লকের নেতৃত্ব। তারা বলেছেন, কেন্দ্রের পরিযায়ী দল তথা ভাঁওতাবাজি বিজেপি সরকার বাংলায় প্রচার করা থেকে শুরু করে অপপ্রচার করতে ব্যর্থ হয়েছে। তাই তারা কোন দলে দলে সিনেমা হলে গিয়ে বই দেখছে এবং তারা যদি সিনেমার পোস্টার লাগায় তাহলে তো মানুষের কাছে আর নেতা হতে পারবেন না। এই দিল্লির এক পরিযায়ী দলকে বাংলায় এসে দল ভারি করার চেষ্টা করছে বিজেপি।
কারণ বিজেপি শুধু নির্বাচন এবং কোন কিছু ছোটখাটো ঘটনা ঘটলে সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং রাজ্যপাল পঙ্গপালের কাছে গিয়ে নালিশ করে। তাই ব্যর্থ হয়ে এখন তারা মনব্রত পালন করে বই দেখার উপযোগী হয়েছে। তাই দিল্লি থেকে এক পরিযায়ী দলকে নিয়ে এসে বাংলায় এসে পোস্টার লাগাচ্ছে। বাংলার মানুষ এই পরিযায়ী দল তথা বিজেপি সরকারকে আরো ভালোভাবে দেয়ালে আটকে দেবে, তাতে মানুষ খুঁজে পাবে না আগামী দিনে।