এবার পঞ্চায়েতের নাকের ডগাতেই পুকুর ভরাটের অভিযোগ। ঘটনাস্থল কাউগাছি-১ গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর সংসদের রায়পাড়া। অভিযোগ, পঞ্চায়েতের ঠিক উল্টোদিকের গলিতে একমাস ধরে ময়লা-আবর্জনা ফেলে পুকুর ভরাটের কাজ চলছে। পঞ্চায়েত এলাকার ময়লা-আবর্জনা দিয়েই ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন শাসকদলের একাংশ। অথচ নির্বিকার পঞ্চায়েত কর্তৃপক্ষ।
যদিও পুকুর ভরাট করলে যথাযথ পদক্ষেপ নেবার আশ্বাস দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্যা তনুমা বিবিও। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগেই পুকুর ভরাটে নিজেদের লোকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠায় অস্বস্তিতে শাসকদল তৃণমূল কংগ্রেস।