অবতক খবর,৩০ নভেম্বর: এবার লোকাল ট্রেনের যাত্রীদের জন্য দারুন খবর। এই প্রথম শুরু হতে চলেছে প্রথম শ্রেণীর কামরা। ইতিমধ্যেই এই নিয়ে পূর্ব রেলের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে শিয়ালদহ ডিভিশনে চালু করা হবে এই ফার্স্ট ক্লাস কামরা। শিয়ালদা থেকে কল্যাণী, নৈহাটি এবং কাঁচরাপাড়া রুটে চলবে এই প্রথম শ্রেণীর কামরা। তবে এক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর কামরা থেকে এর ভাড়া পাঁচ গুণ বা আট গুণ বেশি গুণতে হবে যাত্রীদের। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই প্রথম শ্রেণীর কামরা চালু হবে। তবে প্রথমে শুধু মহিলাদের জন্যই এই প্রথম শ্রেণীর কামরা থাকবে এবং পরে ধাপে ধাপে তা সকলের জন্য শুরু হবে।

দ্বিতীয় শ্রেণীর কামরায় শিয়ালদহ থেকে বিধাননগর চার কিমি যাত্রা পথে ভাড়া পড়ে ৫ টাকা। প্রথম শ্রেণীর কামরায় সেই ভাড়া বেড়ে হবে ২৫ টাকা। মাসিক টিকিট ১০০ টাকার জায়গায় হবে ৩৪৫ টাকা।

শিয়ালদহ থেকে টিটাগড় দ্বিতীয় শ্রেণীর কামরায় ২১ কিমি যাত্রা পথে খরচ পড়ত ১০ টাকা সেটাই প্রথম শ্রেণীতে পড়বে ৫৫ টাকা। মাসিক টিকিট ১৮৫ টাকার জায়গায় হবে ৫৯৫ টাকা।

শিয়ালদহ থেকে নৈহাটি ৩৮ কিমি যাত্রা পথে দ্বিতীয় শ্রেণীর ভাড়া যেখানে ১০ টাকা হয়,সেখানে প্রথম শ্রেণীর কামরায় ভাড়া হবে ৮৫ টাকা। মাসিক টিকিটের ভাড়া এক্ষেত্রে বৃদ্ধি পেয়ে হয়ে হয়ে ১৮৫ থেকে হবে ৭৬৫ টাকা।

শিয়ালদহ থেকে কাঁচরাপাড়া ৪৬ কিমি যাত্রাপথে দ্বিতীয় শ্রেণী কামরার ভাড়া ১৫ টাকা, সেটাড়ে প্রথম শ্রেণীতে হবে ৯০ টাকা। মাসিক টিকিটের ভাড়া ২৭০ টাকা থেকে বেড়ে হবে ৯২৫ টাকা।

শিয়ালদহ থেকে কল্যাণী ৪৮ কিমি যাত্রাপথের ভাড়া ১৫ টাকা থেকে বেড়ে প্রথম শ্রেণীতে হবে ৯০ টাকা। মাসিক টিকিটের ভাড়া ২৭০ টাকা থেকে বেড়ে হবে ৯২৫ টাকা।