অবতক খবর,২৮ আগস্টঃ এস এফ আই এর সর্বভারতীয় জাঠা আজ নদীয়া পেরিয়ে কাঁচরাপাড়া কলেজ মোড়ে আসবে। সেই উদ্দেশ্যে কলেজ মোড়কে এস এফ আই এর পতাকা দিয়ে সাজিয়ে ছিল, সকালে উঠে দেখে সেই পতাকা দেখে কেউ বা কারা ছিরে ড্রেনে ফেলে দিয়েছে।

এস এফ আই এর অভিযোগ তাদের এই জাঠাকে আটকাতে তূনমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে।

অপর দিকে তৃণমূলের তরফ থেকে জানানো হচ্ছে এর সাথে তৃণমূলের কোন যোগ নেই। যে সিপিআইএম তরফ থেকে তৃণমূলের সব নেতাকে চোর বলা হচ্ছে তার বহির প্রকাশ হলেও হতে পারে।