অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- বহরমপুরে ভৈরব তলা মাঠে এসইউসিআই এর দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিল বহরমপুর টেক্সটাইল মোড়ে সংহতি সমাবেশে মিছিল করে যোগদান করে।

মূলত তাদের এই সমাবেশ কেন্দ্র সরকারের কৃষি বিল বাতিলের দাবিতে এবং কৃষক আন্দোলনের সমর্থনে দিল্লির সীমান্তে দীর্ঘদিন ধরে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান ও হিমাচল প্রদেশ সহ কৃষকরা আন্দোলন করছেন শিশু নারীরা এই আন্দোলনে যুক্ত হয়েছেন।

কৃষকরা প্রায় দুমাস রাস্তার ওপরে প্রচণ্ড ঠান্ডায় হিন্দু-মুসলমান শিক ধর্ম সাম্প্রদায়িকতার বিভেদ না রেখে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

 

এই সংগ্রামকে দীর্ঘ রুপিতে গ্রামে গ্রামে গড়ে উঠেছে কৃষক সংগ্রাম কমিটি। তাদের এই সমাবেশ ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি দরিদ্রতা বেকারি ইত্যাদি নিয়ে তারা আজকে এই সমাবেশ করছেন বলেই জানা যাচ্ছে।