অবতক খবর,৩ ডিসেম্বর: বেলাইন দুরন্ত এক্সপ্রেস ৷ শুক্রবার ওডিশার (Odisha) হরিদাসপুর রেল স্টেশনের কাছে যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়৷ এর জেরে আতঙ্ক ছড়ালেও রেল জানিয়েছে, যাত্রীরা সবাই নিরাপদে আছেন৷ কোনও হতাহতের খবর নেই৷ কীভাবে ট্রেনের দুটি চাকা বেলাইন হল তা জানতে ঘটনাস্থলে পাঠানো হয়েছে আধিকারিকদের৷
পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, এদিন সকাল ১১টা বেজে ১৪ মিনিট নাগাদ জয়পুর জেলার হরিদাসপুর রেল স্টেশনের কাছে ১২২৪৬ যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেসের পারসেল ভ্যানের সামনের দুটি চাকা বেলাইন হয়ে যায়৷ ফলে থমকে দাঁড়ায় ট্রেনটি৷ তবে যাত্রীরা সবাই নিরাপদে আছেন৷
এর জেরে কিছুক্ষণ ওই জায়গায় দাঁড়িয়ে থাকে দুরন্ত এক্সপ্রেস৷ ঘটনার বিবরণ দিয়ে রেলের এক যাত্রী বলেন, ‘আমরা প্রথমে বিকট শব্দ শুনতে পাই৷ তার পরই দাঁড়িয়ে যায় ট্রেনটি৷ পরে খবর পাই ট্রেনের একটা কোচ ডিরেল হয়েছে৷’ রেল যাত্রীরা জানিয়েছেন, ইঞ্জিনের কাছের পারসেল ভ্যানের বগিটি লাইনচ্যুত হয়৷ তবে এই ঘটনায় কেউ আহত হয়নি৷ দুর্ঘটনার কোনও প্রভাব খড়গপুর-ভুবনেশ্বর মেন লাইনে পড়েনি৷ ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে৷