বাংলাদেশের প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলাম। রোজিনা বাংলাদেশের সত্যনিষ্ঠ সাংবাদিক হিসেবে সুপরিচিত। পৌরুষালী দৃঢ়তা দেখিয়ে এই মহিলা সাংবাদিক, যদিও মহিলা বলতে আমার দ্বিধা আছে, এই সাংবাদিক একের পর এক রাষ্ট্রের দুর্নীতির মুখোশ খুলে দিচ্ছেন। তিনি গ্রেপ্তার হয়ে গিয়েছেন। তিনি জেলবন্দি আছেন। আন্তর্জাতিকে তাঁর স্বীকৃতি রয়েছে। তিনি Transperancy International-এর পুরস্কারে নির্বাচিত হয়েছিলেন। এডওয়ার্ড মারোও জার্নালিস্ট পুরস্কারও পেয়েছেন।
এমন একজন সাংবাদিককে কুর্ণিশ জানাচ্ছে এপার বাংলা।
কন্ঠরোধ
তমাল সাহা
আমরা তো কবেই জেনে গিয়েছি
রাষ্ট্র করবেই গণতন্ত্রের কন্ঠরোধ।
আমরাও কলম ক্যামেরা হাতে প্রস্তুত
কারণ এটাই আমাদের অস্ত্র
গড়ে তুলবে প্রতিরোধ।
দুনিয়ার মিডিয়া কিনে নিয়েছে রাষ্ট্র
রাষ্ট্রীয় দালালে পরিণত হচ্ছে বহু সাংবাদিক।
হলুদ সাংবাদিকতা নাকি একটা পেশা
কন্ঠ ছাড়ো জোরে—
তুমি প্রত্যয়ী এক যথার্থ নির্ভীক
একে কি বলবো আমি, মহিলা সাংবাদিক?
রাষ্ট্রের দুর্নীতি ফাঁসে
দুঃসাহসিক অভিযানে তুমি এক অগ্রণী সৈনিক।
রাষ্ট্র কি পারে? কতদূর যেতে পারে?
তার হাতে তো অঢেল ক্ষমতা,
হতে পারে আজীবন জেল
অথবা হত্যার পরোয়ানা!
তাতে কি কেঁপে উঠবে ভয়ে রোজিনা!
আমরাও হতে চাই, সেই রাষ্ট্র বিরোধী পক্ষ
রাষ্ট্রের দুর্নীতি ফাঁস করা আমাদেরও লক্ষ্য।
আমরা তোমার পাশে আছি রোজিনা
এপার থেকে বার্তা পাঠাচ্ছি, শুনছো না?
আন্তর্জাতিকে পেয়েছো অনেক পুরস্কার
তুমি বলিষ্ঠ সাংবাদিক।
এবার না হয় জুটে গেল একটা বেশি দেশি পুরস্কার!