অবতক খবর,৯ ডিসেম্বর: গতকাল, বুধবার তামিলনাড়ু–কর্নাটক সীমান্তের সেনা বাহিনীর একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। এই ভয়াবহ ও মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় সিডিএস বিপিন রাওয়াত সহ আরও ১৩ জনের মৃত্যু হয়। কেবল জীবিত রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন বরুন সিং। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।
হেলিকপ্টার দুর্ঘটনায় মৃতদের মধ্যে একজন বাংলার জওয়ানও রয়েছেন। সিডিএস বিপিন রাওয়াতের নিরাপত্তারক্ষী ছিলেন এই গোর্খা রাইফেলসের সতপাল রাই। যিনি দার্জিলিঙের বাসিন্দা ছিলেন। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা পাহাড়। শোক জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
আজ, বৃহস্পতিবার একটি বিবৃতি প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, “গতকাল মাত্র ৪০ বছর বয়সে তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হাবিলদার সতপাল রাইয়ের ঘটনা দুর্ভাগ্যজনক এবং আকস্মিক মৃত্যুতে আমি আন্তরিকভাবে গভীর শোক প্রকাশ করছি।” তাঁর পরিবারের প্রতিও সহানুভূতি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি গতকালের মর্মান্তিক দুর্ঘটনায় বাকি যারা প্রয়াত হয়েছেন তাঁদের পজারাও সমবেদনা জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গতকাল হেলিকপ্টারে রওনা করার আগেও তাঁর পরিবারকে ফোন করে জানিয়েছিলেন যে, রাওয়াত স্যারের সঙ্গে যাচ্ছেন তিনি। তারপর ফোন করার কথা থাকলেও আসে কেবল দুসংবাদ। তাঁর এই অকাল শোকাহত তাঁর মা, স্ত্রী সহ তাঁর গোটা পরিবার।
জানা গেছে, নিহতদের পরিবারের হাতে এখনই দেহ তুলে দেওয়া হবে না। আগে ভালো করে শনাক্ত করা হবে প্রতিটি দেহ তারপরই পরিবারের হাতে তুলে দেওয়া হবে।