লেখা হয়ে গেছে সব কবিতা।তবে আমরা কি লিখি? সময় চলমান। পৃথিবী চলমান। সময় ও পৃথিবীকে নিয়ে দেখাই ধ্রুপদী

কবিতার কথা
তমাল সাহা

ক্ষুদিরাম ভকত সিং
লিখে গেছে ফাঁসির কবিতা
বাঘা যতীন মাস্টারদা
লিখেছে রাইফেলের কবিতা
প্রীতিলতা কল্পনা লিখেছে
জেলখানার কবিতা
মাতঙ্গিনী লিখেছে
বুলেটবিদ্ধ হবার কবিতা
প্রফুল্ল চাকি লিখেছে
মস্তকচ্ছেদের কবিতা
ইলা মিত্র লিখেছে
যোনি বিধ্বস্ত হবার কবিতা
নজরুল লিখেছে বিদ্রোহের কবিতা
সুকান্ত লিখেছে শোষণের কবিতা
বীরেন চাটুজ্যে লিখেছে ভাতের কবিতা
মণিভূষণ লিখেছে প্রতিবাদের কবিতা
জীবনানন্দ লিখেছে
অমোঘ মৃত্যু ও প্রকৃতি চেতনার কবিতা
আর ভুরি ভুরি প্রেমের কবিতা লিখেছে অগণন কবি
শঙ্খ ঘোষ লিখছে দৃশ্যজ কবিতা
রবীন্দ্রনাথ লিখেছে সব স্বাদের কবিতা

আর কোন কবিতা লেখা আছে বাকি?
আমরা এখন যা লিখছি সবই আঁকিবুঁকি।
সময়কে ফাঁকি দিয়ে কোনো লেখা যায় নাকি?