কবি ও রাজনীতি
তমাল সাহা
মাথায় না থাকে যদি দর্শন
চোখে না থাকে যদি পর্যবেক্ষণ
হাতের আঙুলে ধরা আছে কলম
তাতে কি?
এতো শুধু কাগজে কলমে ঘর্ষণ!
কি করে তৈরি হবে কবিতা?
আমি বড়ো ভালোমানুষ
রাজনীতি করি না।
কবিতায় রাজনীতি কেন থাকবে?
শালার মানুষ অর্থ খুঁজে মরো!
আমি কবি
যেমন ইচ্ছে শব্দ করবো জড়ো!
কবিতায় আড়াল কিন্তু থাকবে।
তোমরাই বলো
এতো সহজ সরল হলে
কবিতা কোনো শিল্প হলো?
তবে এটা কিন্তু সহজ সরল
কবি রাষ্ট্রের পক্ষে থাকবে
বছর বছর হাত পাতবে
ভূষণ নেবে, শিরোপা পরবে
রাষ্ট্রীয় মোহর মুদ্রা ঘাটবে!
সেটা নয় কোনো রাজনীতি
শাসকের সঙ্গে সম্প্রীতি-সংহতি!
আমি কবি, নিজেই উলঙ্গ
ধান্দাবাজিতে মগ্ন।
কি করে বলি, রাজা তুই নগ্ন!