অবতক খবর,১ মে,গঙ্গাসাগর:- গতকাল সন্ধ্যায় কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে বদলে গিয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের চিত্র। ঝড়ের প্রভাবে উড়ে গিয়েছে একাধিক ঘরের ছাউনি। নষ্ট পানের বরজ। এর পাশাপাশি নষ্ট হয়েছে একাধিক প্যান্ডেল। ক্ষতিগ্রস্ত গঙ্গাসাগরের সাধারন মানুষ।
আর এমনি চিত্র দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগর কচুবেড়িয়া কশতলা ও শিবপুর সহ একাধিক এলাকায়। কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে ভেঙে গেছে ঘর উড়ে গিয়েছে ছাউনি। এর পাশাপাশি নষ্ট হয়েছে গঙ্গাসাগরে একাধিক পানের বরজ। পানের বরজ নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষক এবং খুশির ঈদ উপলক্ষে তৈরি হয় প্যান্ডেল। আর সে সমস্ত প্যান্ডেল নষ্ট হয় কয়েক মিনিটে কালবৈশাখী ঝড়ে।
ঝড়ের প্রভাবে লন্ডভন্ড গঙ্গাসাগরের একাধিক এলাকা। ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ।