অবতক খবর , শিলিগুড়ি : করোনাকে নিয়ে আবার গন্ডগোল ছড়ালো শিলিগুড়িতে। গতকাল শিলিগুড়ির একটি নার্সিংহোমে করোনা রোগীর বিল নিয়ে একপ্রসত হাতাহাতি হয়ে গেলো রোগীর আত্মীয় এবং নার্সিংহোমের ষ্টাফেদের মধ্যে। রোগীর আত্মীয়দের দাবী এত টাকা বিল হতেই পারে না। কোথাও গন্ডগোল করে বসে আছেন নার্সিংহোম অথচ নিজেরা তা মানতে চাইছেন না।
অন্যদিকে নার্সিংহোম কতৃপক্ষের দাবী তারা তাদের জায়গায় ঠিকই আছেন, কোন বাড়তি টাকা চাওয়া হয় নি। রোগী এবং তাদের পরিবারের কাছে কোন অন্যায় দাবী করা হয় নি। এদিকে গতকালের ঘটনার পরে ওই হাসপাতালের অন্যান্য রোগীরাও ক্ষোভ প্রকাশ করেন,তারা জানালেন তারা এমনিতেই অসুস্থ তার উপরে রোজই ঝামেলা লেগে থাকে রোগী এবং নার্সিংহোম কতৃপক্ষের,এতে তাদের সমস্যা বাড়ে প্রচুর। পরে নার্সিংহোমের তরফ থেকে মধ্যস্থতা করা হলে অবস্থা আয়ত্যে আসে।