অবতক খবর , শিলিগুড়ি : করোনাকে নিয়ে দুতিন রকমের খবরে চরম বিভ্রান্ত শিলিগুড়ি। গত কয়েকদিনে মাথা চাড়া দিয়েছে করোনা, শিলিগুড়িতে আবার বেড়েই চলেছে করোনাতে আক্রান্তের সংখ্যা।
অন্যদিকে রিপোর্ট নিয়ে রাজনীতি চলছে মন্তব্য শিলিগুড়ির করোনা আক্রান্তের এক অভিভাবকের। তিনি জানিয়েছেন মাঝে মাঝে রিপোর্ট পজিটিভ থেকে নেগেটিভ করবার জন্য জোর দেওয়া হচ্ছে বলা হচ্ছে টাকা দেওয়া হবে। টাকা দেওয়া হলেই মিলবে পরিসেবা এই অভিযোগ করছেন অনেকেই এমনকি নিয়ে যাবার সময়ও চলছে টাকার খেলা সবমিলিয়ে অভিযোগের তীরে রীতিমতো অসান্তিতে প্রশাসন।