অবতক খবর , উৎপল রায় , জলপাইগুড়ি , ২৮ অক্টোবর : করোনা আতঙ্কের জেরে গ্রাহক অনেক কমে গেছে সেলুনগুলোয় । পুজোর মধ্যেও ভাল ব্যবসা করতে পারেননি ক্ষৌরকাররা । এমন পরিস্থিতিতে একেবারেই হতাশ হয়ে পড়েছেন তারা ।
জলপাইগুড়ির বিভিন্ন এলাকার সেলুনগুলো এখন বেশিরভাগ সময়ই ফাঁকা দেখা যায়। মূলত করোনার কারণেই সেলুনে যাতায়াত কমে গেছে সাধারণ মানুষের। এর ফলে চরম অসুবিধার সম্মুখীন হয়েছেন সেলুনের কাজের সঙ্গে যুক্ত থাকা মানুষেরা । জলপাইগুড়ির একটি সেলুনের মালিক পরেশ সরকার বলেন , পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে কাজ করছি আমরা । তা সত্ত্বেও খদ্দের আসছে না। বলেন , প্রতিদিন দোকান স্যানিটাইজড করে মাস্ক পরে কাজ করছি আমরা। কিন্তু খদ্দেরদের মনের ভয় তো আর দূর করা সম্ভব নয়।
দুর্গা পুজোয় একেবারেই ব্যবসা ভাল হয়নি। সামনে রয়েছে লক্ষ্মীপুজো ও কালিপুজো। তখন ব্যবসা কতটা ভাল হবে তা নিয়েই চিন্তিত তারা। এজন্য সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছেন ক্ষৌরকাররা। বলেন, সরকারি সাহায্য পেলে কঠিন এই পরিস্থিতিতে অনেকটাই উপকৃত হবেন তারা।