অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- রাত পোহালেই বিশ্বকর্মা পুজো , তার আগেই করোনা সংক্রমণে কারণেই বিক্রি নেই বিশ্বকর্মার মূর্তির। অন্য বছরের মতো এবার তেমন তোড়জোড় দেখা যাচ্ছে না। মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকে চিন্তায় মৃৎশিল্পীরা পুজোর দুদিন আগে থেকেই রাস্তার ধারে সাজানো থাকতো , ছোট-বড় সব ধরনের বিশ্বকর্মার মূর্তি কিন্তু করোনা আবহে সেই রকম ভাবে চোখে পড়ছে না রাস্তায় সাজানো বিশ্বকর্মার মূর্তি। যদিও মৃৎশিল্পীরা বানিয়ে ফেলেছেন বিশ্বকর্মার মূর্তি কিন্তু ক্রেতার দেখা পাওয়া যাচ্ছে না বললেই চলে। অন্য বছরে দুদিন আগে থেকেই বিক্রি হতে শুরু করত বিশ্বকর্মার মূর্তি কিন্তু এবছর সেইভাবে বিক্রয় হচ্ছে না জানাচ্ছেন মৃৎশিল্পীরা।
বিশ্বকর্মা ছোট মূর্তি 200 টাকা থেকে 500 টাকা এবং বড় মূর্তি ছয়শো টাকা থেকে প্রায় হাজার টাকা দামে বিক্রি হতো , প্রতিটি মৃৎশিল্পের কারখানায়। এখনো পর্যন্ত বহু বানানো মূর্তি পরেই রয়েছে কারখানায়। মৃৎশিল্পীরা জানাচ্ছেন লকডাউন ও করোনা আবহে কাজ নেই মানুষের হাতে টাকা নেই , সেই কারণেই হয়তো এবার পুজোর তোড়জোড় তেমন লক্ষ্য করা যাচ্ছে না। তবে দীর্ঘদিন ধরে মৃৎশিল্পীর দের হাতে কাজ না থাকায় কিছু অর্থ উপার্জনের আশায় , বানিয়ে ফেলেছেন বিশ্বকর্মার মূর্তি যদি বিক্রয় না হয় প্রবল ক্ষতির আশঙ্কা করছেন শিল্পীরা।