অবতক খবর :: শিলিগুড়ি :: করোনার সাথে বৃষ্টি নাজেহাল শিলিগুড়ির মানুষ। শিলিগুড়ির বেশ কয়েকটি ওয়ার্ড এখন পুরো জলের তলায় চলে গেছে, এদের মধ্যে তিরিশ একত্রিশ এবং একচল্লিশ নং ওয়ার্ডেয প্রায় সব জায়গাতেই জল থৈথৈ করছে।
এই ওয়ার্ডগুলির বেশীরভাগ বাসিন্দাদের অভিযোগ পর্যাপ্ত ব্যাবস্থা না থাকায় জল জমেছে বেশী। অনেক বাসিন্দাই অভিযোগ জানিয়েছেন এইভাবে কেউ যদি করোনা পজিটিভ হয়ে থাকেন তাহলে তার সংস্পর্শে এসে যাবেন গোটা ওয়ার্ডের মানুষ। আর এটা হবে শুধুমাত্র প্রশাসনের গাফিলতির কারনে।
বেশীরভাগ বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন বার বার বলা হলেও ড্রেন নিয়ে কোন রকমের পদক্ষেপ নেওয়া হয় নি প্রশাসনের পক্ষ থেকে,যার ফল এখন ভুগতে হচ্ছে ওয়ার্ডের মানুষকে,শিলিগুড়ির ছয় এবং সাত নম্বর ওয়ার্ডের মানুষও একই অভিযোগ করছেন তারা জানিয়েছেন বাড়িতে প্রায় একহাটু জল অথচ কোন পদক্ষেপই নেওয়া হয় না প্রশাসনের পক্ষ থেকে।বৃষ্টিতে সমস্যায় পড়েছেন শিলিগুড়ি শহরের মানুষ।অথচ কোন বিকল্প ব্যাবস্থা কেন নেওয়া হল না এখন এই কথাই শিলিগুড়ির সমস্ত মানুষের মুখে মুখে।