সংস্কার যাবে কোথায়? অস্থি গঙ্গায় বিসর্জিত হবে। জন্মদাতা পিতা, জন্মদাত্রী মাতা স্বর্গে যাবে! এক টুকরো অস্থি তো চাই! এই মওকা, যে যেভাবে পারো, লুটে নাও।
করোনার হাড়
তমাল সাহা
হে প্রিয় জন্মভূমি!
এর পরেও বেঁচে থাকতে বলো তুমি?
স্বজনেরা চলে যায়
কত লাশ ভেসে যায়
বালুচরে পড়ে থাকে—
পচা দুর্গন্ধ ছড়ায় হাওয়ায়।
কার লাশ, কত লাশ দাহ হয়
কোথায়, কে জানে?
মানুষকে খায় সর্বভুক হুতাশনে।
স্বজন নিশ্চুপ, শোকগ্রস্ত মুখ
দূরে দাঁড়িয়ে অগ্ন্যুৎসব দেখে—
দাও! এক টুকরো অস্থি পিতার।
গঙ্গাস্নানে যাবে,
পার্থিব পাপ শুদ্ধ করে দেবে পুণ্যতোয়া।
দাহস্থান আচ্ছন্ন করে রাখে ঘন ধোঁয়া।
মৃতদেহ পণ্য, পণ্য করোনার হাড়
শেষকৃত্যে পিতার স্বর্গীয় বাহার—
করোনার অস্থি! মূল্য ধার্য হয় বিশ হাজার।
দেশ বিক্রি চলে,
বিক্রি চলে মৃত মানুষের হাড়।
বঙ্গোপসাগর ভারত সাগর আরব সাগর পেরিয়ে বাতাস উড়ে যায়, বলে যায়,
ভারতবর্ষে উন্মোচন হলো করোনা বাজার—
পাওয়া যাবে করোনার হাড়,
মূল্য মাত্র বিশ হাজার!