অবতক খবর :: শিলিগুড়ি :: আঠেরো নং ওয়ার্ডে এক সেলুন কর্মীর করোনা ধরা পড়বার ভয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা শিলিগুড়িতে। আজকে সেলুনের দোকানগুলিতে উপস্থিতির হার একেবারে নেই বললেই চলে। কোথাও কোথাও যাওবা কেউ চুল কাটতে আসছেন নানান বিধিনিষেধ আরোপ করছেন,কেউ চাইছেন নতুন ব্লেড কেউ বা পুরো যন্ত্রপাতি সানেটাইজ করে তারপর চুলে হাত লাগাতে বলছেন। অধিকাংশ দোকানে ভীড় একেবারেই নেই বললেই চলে।
গতকাল সন্ধ্যায় এক সেলুনকর্মীর করোনা আক্রান্ত হবার খবর বেরিয়ে আসতেই অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। কেউ কেউ সদ্য চুল কাটিয়েছেন, আবার কেউ চুল কাটাবেন বলে স্থির করেছেন। শিলিগুড়ির বড় বড় সেলুনগুলিতে উপস্থিতির হার দশ শতাংশও নেই। বাড়ি বাড়ি গিয়ে যারা চুল কাটতেন তাদের অবস্থাও শোচনীয়। এককথায় গতকাল সন্ধ্যার খবর শিলিগুড়ির সেলুন ব্যাবসায়ীদের মাথায় চিন্তার ভাজ ফেলে দিয়েছে।