অবতক খবর,১৩ জানুয়ারি: করোনা মোকাবিলায় করোনার তৃতীয় প্রভাব এর হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে পথে নামলেন প্রশাসন। আজ ভগবানগোলা ব্লক ২ এর উদ্যোগে রানিতলা থানার পুলিশ ও খরিবোনা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পথচলতি সাধারণ মানুষকে করোনার প্রভাব থেকে বাঁচতে মাস্ক পরার জন্য অনুরোধ করা হয় প্রশাসনের পক্ষ থেকে।
পথচলতি মানুষের হাতে তুলে দেওয়া হয় মাস্ক। মানুষকে বোঝানোর জন্য খোরিবোনা মোড় থেকে জাফরের মোড় পর্যন্ত হেঁটে মানুষকে সতর্ক করা হয়। উপস্থিত ছিলেন ভগবানগোলা ব্লক ২ যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বাসাব চ্যাটার্জি , ব্লক মেডিক্যাল অফিসার ডক্টর উৎপল মজুমদার , রানিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিন্দম দাস , খোরীবোনা গ্রাম পঞ্চায়েত প্রধান আলাউদ্দিন সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্যারা ।
প্রধান বলেন আমাদের বিধায়ক আমাদের কে সবসময় সাধারণ মানুষকে করোনা ভাইরাস নিয়ে সতর্ক করার জন্য বলেছেন আমরা সবসময় সাধারণ মানুষকে সতর্ক করছি ।