হক জাফর ইমাম :: অবতক খবর :: মালদহ :: করোণা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন। লক ডাউন পরিস্থিতি মালদা জেলা জুড়েও। চলছে দ্বিতীয় দফার লক ডাউন। এমন পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন অসহায় পরিবারগুলো। ঠিক এমন সময় করোনা বিপর্যয় মোকাবিলায় সাহায্যের হাত বাড়ালেন মালদা ব্রিকফিল্ড এসোসিয়েশন ও মালদা প্রগ্রেসিভ ভেজিটেবল ব্যবসায়ী সমিতি।
সংগঠনের পক্ষ থেকে এই মর্মে মঙ্গলবার দুপুরে ৩০ কুইন্টাল চাল ও ১৩ বস্তা আলু তুলে দেওয়া হয় মালদা জেলা প্রশাসনের হাতে। এদিন অতিরিক্ত জেলা শাসক অশোক কুমার মোদকের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।
অতিরিক্ত জেলা শাসক জানান, এই সকল খাদ্য সামগ্রী ভারত সেবাশ্রম ও রামকৃষ্ণ মিশনের তরফ থেকে দুঃস্থ দের মধ্যে পৌঁছে দেওয়া হবে। অন্যদিকে ওয়েস্টবেঙ্গল ম্যাংগো মার্চেন্ট এর সভাপতি উজ্জ্বল সাহা জানান,আমরা আজ এই দুটি সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের হাতে ৩০ কুইন্টাল চাল ও ১৩ বস্তা আলু তুলে দিলাম। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী অসহায় পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হবে আগামীতে।