নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া ::    এই মুহূর্তে গোটা বিশ্বে আতঙ্কের আরেক নাম নোবেল করোনাভাইরাস । নোবেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন । রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের উদ্দেশ্যে বারবার সচেতনতামুলক বার্তা দিয়েছেন যার ফলে অন্যান্য রাজ্যের তুলনায় এ রাজ্যে করোনা সংক্রমনের হার অনেকটাই কম ।

রাজ্যের মুখ্যমন্ত্রীর সেই কাজের সঙ্গী হতে এবার মানবিক মুখের পরিচয় দিল বাঁকুড়া জেলার সোনামুখী উত্তর চক্রের প্রাথমিক শিক্ষকরা । এদিন ২০৮ জন প্রাথমিক শিক্ষকদের মিলিত প্রচেষ্টায় দু’লক্ষ আট হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল প্রদান করলেন তারা । দু লক্ষ আট হাজার টাকার একটি চেক এদিন সোনামুখী ভিডিও দেবলীনা সর্দার মহাশয়ার হাতে তুলে দেওয়া হয় প্রাথমিক শিক্ষকদের তরফে । প্রাথমিক শিক্ষকদের এই মানবিক মুখকে ধন্যবাদ জানিয়েছেন সকল শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ ।

আনন্দময় ঘোষ নামে এক শিক্ষক বলেন , মুখ্যমন্ত্রী করোনার বিরুদ্ধে যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন তার সেই কাজের সঙ্গী হতে আমরা আমাদের সাধ্যমত অর্থ সাহায্য করলাম ।

সোনামুখীর এস আই বিশ্বনাথ রায় শিক্ষকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন । তিনি বলেন , শিক্ষকরা যে মানবিক মুখের পরিচয় দিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয় । আগামী দিনে তারা এই ধরনের আরো ভালো কাজের সঙ্গে যুক্ত থাকুক এই আশাই করব ।