অবতক খবর,  মালদা: দীর্ঘ ৬ মাস ধরে কর্মীদের বেতন আটকে রেখেছে  হিন্দুস্তান কনস্ট্রাকশনকোম্পানি। এই কারণে জানুয়ারি মাসের ২২ তারিখ থেকে কাজ বন্ধ রেখেছে সমস্ত কর্মীরা। মালদা শহরের পাশ দিয়ে যাওয়া ৩৪ নম্বর জাতীয় সড়ক নির্মাণের কাজ সম্পূর্ণ  করে  দেওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখে মধ্যে।

ফেডারেশন অব অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি তথা হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানির ওয়াকার্স ইউনিয়নের শ্রমিক নেতা সুনীল সরকার জানান, আমাদের শ্রমিকরা গত ছয় মাস ধরে বেতন পাচ্ছে না। অনেকবার কোম্পানির ম্যানেজমেন্ট এর সঙ্গে আলোচনার  কথা হয়েছে, শুধু তারিখ দিয়ে চলেছে।  কিন্তু কোন কাজ হয়নি। এই কারণে জানুয়ারি মাসের ২২ তারিখ থেকে আমরা কাজ বন্ধ রেখেছি।আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নেমে টোল প্লাজা গুলো বন্ধ করে দেব। যে টাকা কালেকশন হচ্ছে প্রতিদিন পুরো টাকা চলে যাচ্ছে বাইরে, অন্যান্য ব্যবসাতে খাটাচ্ছে শ্রমিকদের টাকা।

কেন্দ্রীয় সরকারের জাতীয় সড়ক কর্তৃপক্ষ টাকা মিটিয়ে দিয়েছে হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানিকে। অথচ বেতনের টাকা দিচ্ছে না আমাদের শ্রমিকদের। যতদিন আমাদের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করা হচ্ছে , ততদিন পর্যন্ত জাতীয় সড়ক নির্মাণের কাজ বন্ধ থাকবে। এমনটাই জানান শ্রমিক নেতা সুনীল বাবু।

মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সেক্রেটারি জানান মালদা জেলা শাসকের উপস্থিতিতে জেলা শাসক দপ্তরে এক বৈঠকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল।  আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যেই বাইপাসের কাজ সম্পূর্ণ  করে দেবো। কিন্তু এখন দেখা যাচ্ছে শ্রমিকদের বেতন বন্ধ রেখেছে হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি। যার ফলে শ্রমিকরা কাজ বন্ধ রেখেছে। আবার যানজট হবে মালদা শহরে, গাড়ি আসতে সময় লাগবে,  ব্যবসার প্রচন্ড ক্ষতি হবে ব্যবসায়ীদের। ইতিমধ্যেই যদি এইচসিসি কাজ চালু না করে তাহলে বৃহত্তর আন্দোলনে যাবে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। এমনকি টোলপ্লাজা বন্ধ করে দেওয়া হতে পারে।