অবতক খবর :: শিলিগুড়ি ::    সোমবার থেকে দেশের কিছু রুটে বিমান পরিষেবা চালু হলেও ৩০ মে পর্যন্ত কলকাতা থেকে পরিষেবা বন্ধ রাখার জন্য কেন্দ্রকে অনুরোধ করবে রাজ্য সরকার। আপাতত ২৮ মে থেকে বাগডোগরা বিমানবন্দর থেকে যে বিমানগুলি চলাচলের কথা ছিল সেগুলিই শুধুমাত্র চালানোর জন্য বলা হবে। এই নিয়ে কেন্দ্রকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দেবেন।

এর আগে আমপান পরবর্তী পরিস্থিতির জেরে শ্রমিক স্পেশাল ট্রেন রাজ্যে আপাতত না পাঠাতে রেলকে আর্জি জানিয়েছিল নবান্ন। সেই আর্জি মেনে বাংলায় শ্রমিক স্পেশাল পাঠানো স্থগিত রেখেছে রেল। আজ মুখ্যমন্ত্রী কেন্দ্রকে জানান বর্তমান পরিস্থিতিতে কলকাতা বিমানবন্দরে উড়ান ওঠানামা করা এক সমস্যা হয়ে দাড়াচ্ছে। সে কারনে বিকল্প ব্যাবস্থা হিসাবে বাগডোগরা বিমানবন্দরে বিমান অবতরণ করা হোক।