অবতক খবর,১৯ অক্টোবর: কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুব্রত রায় চৌধুরী এর কাছে স্মারকলিপি জমা দেবেন পুরসভার চিকিৎসকেরা। বিভিন্ন ওয়ার্ড এবং ও বরোর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা পুরসভার প্রধান কার্যালয়ে এসেছেন। আর কিছুক্ষণের মধ্যেই স্মারকলিপি জমা দেবেন।

তাদের দাবি-

১) চিকিৎসক তপোব্রতের ঘটনায় কলকাতা পুলিশকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এজন্য কলকাতা পুলিশের কাছে আর্জি জানাবে পুরসভা কর্তৃপক্ষ।

২) চিকিৎসক তপোব্রতের আইনি লড়াই য়ে সম্পূর্ণ সহায়তা দিতে হবে কলকাতা পৌরসভা কে। যেহেতু কর্মরত অবস্থায় তাকে হেনস্থা করা হয়েছিল।

৩) কলকাতা পুরসভার ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে পৌরসভা কর্তৃপক্ষকে এই ঘটনার নিন্দা করতে হবে।।

কলকাতা পুরোসভার চিকিৎসক তপোব্রত রায়কে দুর্গাপূজার কার্নিভালের দিন প্রতীকি ব্যাচ পরে ডিউটি করার জন্য আটক করে কলকাতা পুলিশ, তারপরই পুরসভার চিকিৎসকেরা পুলিশের প্রশ্ন তুলে সরব হয়। এবং তিন দফা দাবি জানিয়ে পুরসভাকে ৪৮ ঘন্টা সময় দেয়, দাবি গুলো মানার জন্য। কিন্তু শুক্রবার সেই সময়সীমা পেরিয়ে গেলেও পুরসভার তরফ থেকে কোনরকম সাড়া না পাওয়ায়। শনিবার পুরসভায় এলেন চিকিৎসকেরদের একটি দল। উপস্থিত হন চিকিৎসক তপোব্রত রায়ও।