জেহাদ বাড়ছে পার্শ্ব শিক্ষকদের। এ দেখে কলমও নেমে পড়তে চায় ময়দানে। এবার কলম ডাক দিয়েছে
কলমের ডাক
তমাল সাহা
আসুন,
আমরা কলম নিয়ে দাঁড়াই,
সারি সারি।
আমাদের পাশ দিয়ে চলে যাক
বন্দুক বুলেট বেয়নেট বোমারু
সাঁজোয়া গাড়ি।
কলম বলুক,
রে রাজা! মানছি তোর দাপট ভারি!
আশ্চর্য! কলম নেই,
তোর রাজসভা তো কমজোরি।
রক্ত লেগে আছে,
ফেলে দে ওই তরবারি।
তোর যা ইচ্ছে তাই কর
দেখি দেখাতে পারিস কত ভয়!
আমরা অনড়,জয় তো সুনিশ্চয়।
জলকামান, মেশিনগানের সংখ্যা কি মানুষের চেয়েও বেশি?
তুই তো পড়িসনি পৃথিবীর ইতিহাস-ই!
শাসক খুন করেছে অনেক মানুষ
তবুও কি মানুষ শেষ হয়!
যদি তাই হয়, সূর্য বলে ওঠে
তবে আকাশের গায়ে কেন আমার উদয়?