খেটেখাওয়া, ঘেমে নেয়ে ওঠা কালো মানুষদের গায়ক হ্যারি বেলাফন্টের আজ জন্মদিন
কলার নৌকোর গান
হ্যারি বেলাফন্টে
ও ডে! ওহে দিনরাত খেটেখাওয়া মানুষ
শোনো শোনো কলার গান
দুনিয়ার কলারা এক হও!
কলার খোসা ছাড়াও,
ছাড়িয়ে ফেলো কলার খোসা
কলা হাতে নাও,
ঝাঁকাও, ঝাঁকাতে থাকো কলা
হে কলা!
তুমি দৌড়োও,দৌড়োতেই থাকো
হাততালি দাও হে কলা,
দাও দাও হাততালি
বিদায় কলা! বিদায়! বিদায়!
কলা নিয়ে আমরা পথ পথে চলি
কলারা এক হও,
দুনিয়া কো কেলা এক হো!
কলাদের খোসা ছাড়াও বাঁদিকে
কলাদের খোসা ছাড়াও ডানদিকে
কলাদের খোসা ছাড়াও নিচে মাঝে এবং
উফ, একটা কামড় বসাও
আরে একটা কামড় বসাও!
যাও হে কলারা,
যাও যাও কলারা সব
যাও যাও ছড়িয়ে পড়ো!
দুনিয়ার কলারা ছড়িয়ে পড়ো!
ভাবানুবাদঃ তমাল সাহা