অবতক খবর,২৫ জুলাই: অরণ্য সপ্তাহের অংশ হিসাবে, আজ সকালে AIIMS কল্যাণীতে একটি বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়।

পাশাপাশি বন বিভাগের সৌজন্যে চারাগাছ প্রদান করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উৎপল ক্রনাগ (ডিএফও নদীয়া মুর্শিদাবাদ রেঞ্জ), অভিজিৎ সামন্ত, এসডিও, সৌগত পাত্র, ডিআই ম্যাজিস্ট্রেট এবং ডাই কালেক্টর কল্যাণী বিভাগ, প্রামানিক, রেঞ্জ অফিসার, রানাঘাট৷

AIIMS এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রফেসর (ডঃ) রামজি সিং, ইডি এবং সিইও, ডঃ অজয় মল্লিক, এমএস, ডঃ কল্যাণ গোস্বামী, ডিন একাডেমিক্স, ডঃ অপর্ণা পালিত, ডিন পরীক্ষা, ডঃ বিশ্ববীনা রায়, ডিন রিসার্চ, ডঃ উজ্জ্বলা ঘোষাল, ডাঃ সুকান্ত সরকার, রীতেশ সিং, ডাঃ ডি ঘোষ এবং আরও অনেকে আজ চারা রোপণ করেন।

আজ সব মিলিয়ে প্রায় ৩০০ চারাগাছ রোপণ করা হয়েছে। অদূর ভবিষ্যতে AIIMS কল্যাণীকে একটি সবুজ বাস্তুতন্ত্রে পরিণত করার পরিকল্পনা করা হয়েছে বলে জানান এই কর্মসূচিতে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা৷