অবতক খবর,৪ ডিসেম্বরঃ কল্যানী রেলগেট থেকে বিরহী পর্যন্ত রাস্তার দুই পারে গাছ কাটার বিরুদ্ধে এবং কাঁপা – জাগুলিয়া রোডে অসংখ্য গাছ কাটার পরিকল্পনার প্রতিবাদে সোচ্চার হলেন বিভিন্ন বিজ্ঞান সংগঠনের কর্মীরা। ৩০ নভেম্বর কাঁপা – জাগুলিয়া রোডের দুপাশের গাছগুলো পরিদর্শনে যান তারা। রাস্তার দুপাশে প্রচুর গাছ নাম্বারিং করা আছে। এলাকার মানুষের কাছে জানা গেল নাম্বারিং করা গাছগুলো কাটা হবে। মেহগিনি , অশত্থ , বট ইত্যাদি আরো অনেক গাছ। গাছগুলো অনেক প্রাচীন। এলাকার মানুষ অত্যন্ত ক্ষুব্ধ।
৪ ডিসেম্বর বিজ্ঞান দরবার, হালিশহর বিজ্ঞান পরিষদ, NISC ,প্রয়াস এবং কল্যাণী – কাঁচরাপাড়ার কিছু মানুষ কল্যাণী আই টি আই মোড়ে একটি পথসভা করেন। তারপর আই টি আই মোড় থেকে রাস্তায় প্রচার করতে করতে কল্যাণী মহকুমা শাসকের কাছে যান । সংগঠনগুলোর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল মহকুমা শাসককে একটি স্মারকলিপি প্রদান করেন। আন্দোলনকারীরা দাবী করেন কাঁপা- জাগুলিয়া রোডে গাছ কাটার পরিকল্পনা বাতিল করতে হবে। মহকুমা শাসক এ বিষয়ে পি ডবলু ডি-এর সাথে কথা বলে সংগঠনদের জানাবেন বলে প্রতিশ্রুতি দেন।