অবতক খবর,২৬ জুন: আজ একটি আলোড়নকারী ঘটনা ঘটে গেল রাজনৈতিক এই প্রবাহে। কল্যাণী অঞ্চলে রাজনৈতিক প্রবাহ এবং দখলদারি কিভাবে চলছে, কাদের কি প্রাধান্য তা বোঝা যাবে এই সংবাদে।
আজ তৃণমূলের দ্বারা বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছে বলে বিভিন্ন অভিযোগ এসেছে। আজ বাবলু সরকার নামে বিজেপির এক সক্রিয় কর্মী ১৩ নং ওয়ার্ডের বাসিন্দা তিনি যখন ক্রিকেট খেলেছিলেন তখন বিজেপি করার অভিযোগে তার উপর আক্রমণ চালানো হয়। পরবর্তীতে ঘটনা ছড়িয়ে পড়তে থাকে। এই মন্ডলের সাধারণ সম্পাদক শিবু দাস খবর পেয়ে যখন ঘটনাস্থলে আসেন তখন তার উপরও আক্রমণ চলে। এই ঘটনার সংবাদ পেয়ে তার স্ত্রী পাপিয়া দাস ঘটনাস্থলে উপস্থিত হন। তখন তার উপরেও আক্রমণের ঘটনা ঘটে,বলে জানাচ্ছেন বিজেপি মন্ডল সভাপতি বিশ্বরূপ কুলভী। তিনি বলেন, ক্ষমতাসীন হওয়ার কারণে তৃণমূলএই অঞ্চলে দাপট দেখাচ্ছে এবং বিজেপির রাজনৈতিক যে প্রাধান্য সেটিকে তারা প্রতিহত করতে চাইছেন।
অন্যদিকে তারা জানাচ্ছেন যে,শিবু দাসকে আহত অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বাবলু সরকারকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা গুরুতরভাবে আহত। এইরকম একটি পরিস্থিতি চলছে কল্যাণী অঞ্চলে।
এই ঘটনার সংবাদ পেয়ে অঞ্চলে উপস্থিত হন নদীয়া দক্ষিণ জেলার সভাপতি অশোক চক্রবর্তী এবং বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর। তাঁরা জানান, বিজেপিকে প্রতিহত করার জন্য এই অঞ্চলে তৃণমূল পুলিশের সহযোগিতায় একটি সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে। এই বিষয়ে ব বিশ্বরূপ কুলভী জানান যে,তারা প্রতিনিয়ত এ অঞ্চলের ঘটনাগুলোর দিকে লক্ষ্য রাখছেন। প্রয়োজন হলে তারা সক্রিয় আন্দোলনে নামবেন। সাংসদ শান্তনু ঠাকুর পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন যে, দ্বিতীয়বার যদি এই ঘটনা ঘটে তাহলে কল্যাণী থানা প্রশাসনকৈ আছে তারা থানা থানার গন্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। তারা বাইরে বের হতে পারবেন না। তেমন ক্ষমতা বিজেপির রয়েছে। তারা জানান, প্রশাসনকে কিভাবে প্রতিহত করতে হয় তারা তা জানেন।