অবতক খবর , বিজু , বর্ধমান :- কাঁকসার সুভাষপল্লীতে এক আর. এস. এস কর্মীর বাড়ীতে বোমাবাজি। দুষ্কৃতীদের ছোড়া পরপর দুই থেকে তিনটি বোমাতে চন্দন সরকার নামে ঐ আর. এস. এস কর্মীর বাড়ীর জানলার কাঁচ ভেঙে যায় ক্ষতি হয় বাড়ীর।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাঁকসা থানার পুলিশ, ছুটে আসেন বিজেপি কর্মী সমর্থকরা।
আর. এস. এস কর্মী চন্দন সরকারের স্ত্রী পূর্ণিমা সরকারের অভিযোগ অযোধ্যা রাম মন্দির নির্মাণের জন্য ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করছিল তার স্বামী হয়তো এটাই ছিলো তাদের অপরাধ।
বোমাবাজীর এই ঘটনায় নিমেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিজেপি নেতা রমণ শর্মার অভিযোগ,তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার পেছনে রয়েছে, যাই ঘটে যাক রাম মন্দির নির্মাণ কেউ বন্ধ করতে পারবে না।
যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা দেবদাস বক্সী জানিয়েছেন, বিজেপি সন্ত্রাসের পরিস্থিতি তৈরী করতে চাইছে , এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেসের কোনোরকম যোগাযোগ নেই।
নূতুন করে অশান্তি এড়াতে ঘটনাস্থলে মোতায়ন রয়েছে পুলিশ।বোমাবাজীর ঘটনায় যুক্ত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে রবিবার রাতে কাঁকসা থানার সামনে বিক্ষোভ শুরু করে। অভিযুক্তরা গ্রেপ্তার না হলে আরো বড় আন্দোলনের পথে তারা নামবেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে বিজেপি নেতৃত্ব।