অবতক খবর,১০ সেপ্টেম্বর: প্রতিবছর গণেশ চতুর্থীতে কাঁচরাপাড়া পৌর বাজার সংলগ্ন অঞ্চলে গণেশ পুজোর আয়োজন করা হয়।
এই বছর কাঁচরাপাড়ার বরিষ্ঠ তৃণমূল নেতা দিলীপ ঘোষের ঐকান্তিক প্রচেষ্টায় এই গণেশ উৎসব এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম,ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, বীজপুরের নবনির্বাচিত বিধায়ক সুবোধ অধিকারী সহ বীজপুরের তৃণমূল কংগ্রেসের যুব নেতা কমল অধিকারী ও অন্যান্য বিশিষ্ট তৃণমূলের নেতৃবর্গ।
উপস্থিত সকল বিশিষ্ট অতিথিদের বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয় তৃণমূল নেতা দিলীপ ঘোষের পক্ষ থেকে।
তারা প্রত্যেকেই নিজ নিজ বক্তব্যে এই সুন্দর অনুষ্ঠান সম্পর্কে দু-এক কথা বলেন এবং বিশেষ করে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী এই বীজপুর তথা কাঁচরাপাড়ায় তাঁর শৈশবের বিভিন্ন দুষ্টু মিষ্টি স্মৃতি জনগণের সামনে তুলে ধরেন।
আজ তিনি কাঁচরাপাড়ায় এসে স্মৃতিবিজড়িত হয়ে পড়েন।
অন্যদিকে এই মঞ্চ থেকে এই অঞ্চলে নিরপেক্ষ এবং নির্ভীক ও সঠিক সংবাদ পরিবেশনের জন্য উল্লেখযোগ্যভাবে সংবর্ধিত হয়েছেন অবতক-এর বিশিষ্ট সাংবাদিক রঞ্জন ভরদ্বাজ।