অবতক খবর,১৪ ডিসেম্বর: একটি জমি নিয়ে কাঁচরাপাড়ার দুই ব্যবসায়ী রোশন সাউ এবং টোনি সিং-এর মধ্যে গন্ডগোল দীর্ঘদিন ধরে। এই গন্ডগোল রাস্তায় পর্যন্ত চলে আসে। এই গন্ডগোলের জেরে কিছুদিন আগেই সকালবেলা গান্ধী মোড় অবরোধ হয়। ঘটনাস্থলে আসে পুলিশ।

কিন্তু গতকাল দুই পক্ষকে বীজপুর থানায় ডাকে প্রশাসন। এরপর পৌর প্রশাসন এবং থানা প্রশাসন ঘটনাস্থলে যান। এই দুই ব্যবসায়ীর জমির মাপজোক হয়। তাতে দেখা যায় দুজনের জমি একেবারে ঠিক রয়েছে। কিন্তু গন্ডগোল যে পাঁচিলকে কেন্দ্র করে, সেই পাঁচিলটি তুলেছিলেন ব্যবসায়ী টোনি সিং। কিন্তু মাপজোকের পর দেখা যায় সেই পাঁচিলটি টোনি সিং-এর জমিতেই রয়েছে।

বিষয়টি নিয়ে পৌর প্রশাসন জানান, আপাতত একটা মাপজোক হয়েছে তাতে দেখা গেছে দুই পক্ষেরই জমি ঠিকঠাক রয়েছে এবং যে পাঁচিলটি নিয়ে গন্ডগোল সেটি টোনি সিং-এর জায়গাতেই আছে। তবে এর পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে, সেই রিপোর্ট পাঠানো হবে পৌরসভায়।

অন্যদিকে পুলিশ প্রশাসন জানান,এই বিষয়টি নিয়ে প্রচুর গন্ডগোল হয়েছে। তবে দুই পক্ষেরই জমি ঠিকঠাক রয়েছে। দুই পক্ষের সঙ্গে আলোচনা করে তবেই এই ব্যাপারটির সমাধান করা যেতে পারে বলে মনে হয়।

ব্যবসায়ী টোনি সিং এ প্রসঙ্গে জানান, অবশেষে জয় আমাদেরই হল। আমি বরাবরই বলেছিলাম আমার জমিতেই আমি পাঁচিল দিয়েছি। অবশেষে মাপজোক করে সেটাই দেখা গেল যে পাঁচিলের জায়গাটি আমার। এখন পুলিশ প্রশাসনের অর্ডার আসা, সেইঅর্ডার এলেই আমি একেবারে পাঁচিল তুলে বলে দেবো।

অন্যদিকে ব্যবসায়ী রোশন সাউ অভিযোগ করেছিলেন যে, যেই জায়গায় টোনি সিং পাঁচিল তুলেছিলেন সেই জায়গাটি তার। ‌
কিন্তু তিনি এখন বলছেন যে, পৌর প্রশাসন এবং থানা প্রশাসন মাপজোক করে গেছেন। তবে এখনো হাইকোর্টের অর্ডার আসা বাকি, আমি সেই দিকেই তাকিয়ে রয়েছি।

যারা মাপঝোক করতে এসেছিলেন তারাও জানিয়েছেন যে,পাঁচিলে জায়গাটি টোনি সিং-এর। কিন্তু এই কথা মানতে নারাজ রোশন সাউ।
যার ফলে বিগত দিনে একটি বড় গন্ডগোল হয়ে গিয়েছে। এখন তিনি তাকিয়ে আছেন হাইকোর্টের অর্ডারের দিকে।