অবতক খবর, সংবাদদাতা ::  গত 9 জুন শিলং থেকে ডিউটি সেরে সোজা ফ্লাইটে করে কাঁচরাপাড়া মন্ডল বাজারে ফিরেছেন বিএসএফ 123 ব্যাটালিয়ানের জওয়ান টারজান সাউ। টারজান গত 10 তারিখে করনা টেস্ট করান কল্যাণী নতুন কোভিিি টেস্ট ল্যাব-এ তার রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। তবে তিনি জানান যে তাকে বাড়িতে ফেলে রাখা হয়েছে। তিনি অবতক খবরে টেস্ট রিপোর্ট পাঠিয়ে দিয়ে জানান যে “আমাকে আপনারা বাঁচান,আমাকে অন্তত চিকিৎসার জন্য কোথাও ব্যবস্থা করে দিক প্রশাসন”।

বিএসএফ জামান বলেন আমি এখন নিজের বাড়িতেই আছি। তার বক্তব্য আমি আমার কমান্ডকে রিপোর্ট পাঠিয়েছি। পৌরসভা থেকে এসে শুধু খোঁজখবর নিয়ে তারা চলে যাচ্ছে কিন্তু আমাকে যে কোন হাসপাতালে ভর্তি করা হবে বা আমার চিকিৎসা করা হবে তা নিয়ে কেউ উচ্চবাচ্য করছেন না। আমি নিজেই চাই যে প্রশাসন আমায় কোথাও ভর্তি করুক ও আমার চিকিৎসা হোক।

অবতক খবর এর পক্ষ থেকে কাঁচরাপাড়া প্রশাসক সুদামা কে এনিয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা ব্যবস্থা নিচ্ছি। জওয়ানের অভিযোগ ঠিক নয়। পৌরসভা থেকে তার বাড়িতে লোক পাঠানো হয়েছিল। 24 নম্বর ওয়ার্ডের একজন করোনা রুগী পাওয়া গেছে। তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। টারজান কে হাসপাতালে পাঠানো হবে। সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কাঁচরাপাড়া পৌর প্রশাসক সুদামা রায় জানান মন্ডল বাজার এলাকা জুড়ে স্যানিটাইজেশনের কাজ শুরু হবে । বন্ধ করে দেওয়া হবে বাজার। ইতিমধ্যে বিএসএফ জওয়ানের বাড়িতে পৌরসভা থেকে লোক গেছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আতঙ্কিত হবেন না । করোনা মোকাবিলার জন্য সকলকে সতর্ক থাকতে হবে। সমস্ত সরকারি নির্দেশ মানতে হবে।