অবতক খবর,২২ সেপ্টেম্বরঃ কাঁচরাপাড়া ১৪ নম্বর ওয়ার্ড আব্দুল জব্বার রোডস্থিত শক্তি সংঘ ক্লাবের বিরুদ্ধে উঠলো চাঁদা চাওয়ার নামে তোলা তোলার অভিযোগ। এই শক্তি সংঘ ক্লাবের পক্ষ থেকে দীর্ঘ বছর ধরেই গণেশ পুজোর আয়োজন করা হয়। কিন্তু এবছর অভিযোগ, শক্তি সংঘ পুজো কমিটি চাঁদার নামে জোর জুলুম করে তোলা তুলেছে, না দিলেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে।
আর এই অভিযোগ করেছেন কলেজ মোড়ের পাপড় ব্যবসায়ী বাপী ঘোষ।
শক্তি সংঘ পুজো কমিটির সদস্যদের দাবি, ব্যবসায়ী বাপী ঘোষ প্রতি বছরই গণেশ পুজোর জন্য স্বেচ্ছায় চাঁদা দেন। কিন্তু এবছর তিনি পুজোর প্যান্ডেল একটু উঁচু করতে বলেছিলেন কারণ তার বড় বড় গাড়ি গুলি সেখান দিয়ে যাতায়াত করে। প্যান্ডেল উঁচু করতে যে খরচ তা তাঁর দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি সেই খরচ দেননি। উল্টে তিনি যে অভিযোগ এনেছেন পুজো কমিটির বিরুদ্ধে, তা ভিত্তিহীন।
এদিকে বাপী ঘোষের আরো অভিযোগ, এই বিষয়টি জানাজানি হতেই এদিন রাতে শক্তি সংঘের ছেলেরা গিয়ে তার বাড়িতে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে।
এবার এই নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ব্যবসায়ী বাপী ঘোষ।