অবতক খবর,২৯ জানুয়ারি: কাঁচরাপাড়া কালীনগর রোডে সৃষ্টি ক্লাবের উদ্যোগে আয়োজন করা হল মিলন উৎসবের। এই মিলন উৎসবে প্রায় কয়েকহাজার মানুষ নৈশভোজ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরাও। এই মিলন উৎসবের মূল উদ্যোক্তা কাঁচরাপাড়ার তৃণমূল যুব নেতা রাজা সরকার।

দোড়গোড়ায় বিধানসভা নির্বাচন। বিগত কয়েকমাস ধরেই দেখা যাচ্ছিল দলে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন রাজা সরকার। এতে অনেকেই মনে করছিলেন তিনি বীজপুর বিধায়ক তথা বিজেপি নেতা শুভ্রাংশু রায়ের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। অর্থাৎ অনেকের মতে তিনি নাকি তৃণমূলে ক্ষমতাহীন হয়ে পড়েছেন এবং বিজেপিতে যোগদানের পরিকল্পনা করছেন। তবে গতকাল যে মিলন উৎসবের আয়োজন তিনি করেন, সেখানে দেখা যায় কাঁচরাপাড়ার তৃণমূল নেতানেত্রীরা ও যারা এই মিলন উৎসবে সামিল হয়েছিলেন তারা রাজা সরকারের প্রশংসায় পঞ্চমুখ। তবে হঠাৎ করে কেন এই মিলন উৎসব,এই নিয়ে সকলের মধ্যে শুরু হয়ে যায় আলোচনা।

তবে প্রতিবছরই সৃষ্টি ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।‌ কিন্তু এবছর রক্তদান শিবির না করে এই মিলন উৎসবের আয়োজন করেন তিনি। আর সমস্ত গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে কাঁচরাপাড়ার পৌর প্রশাসক থেকে শুরু করে,সকল বিদায়ী কাউন্সিলর ও নেতানেত্রীরা একত্রিত হয়েছিলেন এখানে।