অবতক খবর,১৫ নভেম্বর: বীজপুরের লড়াকু নেত্রী,যিনি প্রতি মুহূর্তে পাশে দাঁড়ান নিজের ওয়ার্ডবাসীর। প্রতি মুহূর্তে তাদের জন্য কাজ করে চলেছেন কাঁচরাপাড়া ১ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর ঝুম্পা সিং। আর তিনি তাঁর এই কাজের মাধ্যমেই বিরোধীদের মুখ বন্ধ করে দেন। শুধু তাই নয় তাঁর কাজে খুশি ওই এলাকার মানুষজন। তারা বলেন, ঝুম্পা তো আমাদের ঘরের মেয়ে। প্রতিটি বাড়িতে গিয়ে মানুষের সুখ-দুঃখ শোনেন, সুবিধা-অসুবিধা দেখেন।

তুমি একমাত্র নেত্রী যিনি অঞ্চলের কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ করেছিলেন এবং তাদের দলে না নেওয়ার দাবি জানিয়েছিলেন। তাঁর এই সাহসিকতা দেখে মুগ্ধ হয়ে যান স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি তাঁর ভালো ব্যবহার এবং কাজের দ্বারা মানুষের মনে জায়গা করে নিয়েছেন।
তাঁর ওয়ার্ডের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো। যার উদ্বোধন করেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী।
চারদিন ব্যাপী এই পুজোর সমস্ত দায়িত্ব তিনি নিজ কাঁধে তুলে নিয়েছিলেন। এই পুজো কে ঘিরে কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে বিশেষ নজর দিয়েছিলেন। এছাড়াও তিনি সেখানে আয়োজন করেছিলেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের।
তাঁর এই আয়োজনে খুশি এলাকাবাসীরা। আর এই সকল কারণেই এই পুজো সাড়া ফেলে দিয়েছে গোটা বীজপুরে।

পুজোর শেষ দিনে তাঁর উদ্যোগে প্রত্যেকটি মানুষকে পাত পেড়ে ভোগ খাওয়ানো হয়। আর এবারে মানুষকে খাওয়ানো হয় আলু বিরিয়ানি। তবে এটি সাধারণ আলু বিরিয়ানি নয়।

সুদূর বাঁশবেড়িয়া থেকে আট জন রাঁধুনি এসে এই সুস্বাদু পদটি রান্না করেছেন। যা খেয়ে মুগ্ধ মানুষ। যারা এদিন সেখানে খেয়েছেন তাদের মুখে তাই কথা, এমন বিরিয়ানি প্রথমবার খেলাম।

সকাল আটটা থেকে এই আটজন রাঁধুনি প্রায় ৩০টি হাঁড়িতে সারাদিন ধরে এই আলু বিরিয়ানি তৈরি করেছেন বীজপুরবাসীর জন্য। খেয়েছেন প্রায় ৫ হাজার মানুষ।

ঝুম্পা সিং অধিকারী যেমন এই পুজোটি সুনিপুণভাবে আয়োজন করেছেন, তেমনি তিনি কোনো খামতি রাখেননি প্রসাদ বিতরণে। তবে এই পুজোতে কখনোই চাঁদা নেওয়া হয়না কারো থেকে। তবে এই বছরই প্রথম মানুষ এই পুজো দেখি এবং প্রসাদ খেয়ে স্বেচ্ছায় যে যা পেরেছেন চাঁদা দিয়ে গেছেন।
আর মানুষের এই ভালোবাসা পেয়ে তিনি তাঁর চোখের জল ধরে রাখতে পারেননি।
কারণ তিনি নিজের স্বার্থে কখনই কোন কিছু করেননি। আর তিনি নিজের স্বার্থে অথবা ব্যক্তিগতভাবে করেন না এই পুজো,মানুষের জন্যই করেন। আর মানুষের এই ভালোবাসা পেয়ে তাঁর পুজো যে সার্থক, এমনটাই জানিয়েছেন তিনি।