অবতক খবর,২৯ এপ্রিল: এই তীব্র গরমে যেভাবে মানুষ নিজেকে বাঁচানোর জন্য ছায়া খুঁজছে,ঠিক একইভাবে তৃষ্ণা মেটানোর জন্যও জলের খোঁজ করে মানুষ। কাঁচরাপাড়া মূলত একটি ব্যবসায়ীক কেন্দ্র। প্রতিদিন সেখানে বহু মানুষের আনাগোনা।
ঈদের আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকি। আর এই ঈদে বাইরে থেকে প্রচুর মানুষ আসছেন শপিং করতে। শহরবাসী এবং বাইরের মানুষ সহ ব্যাবসায়ী ও ক্রেতা সাধারণের জন্য কাঁচরাপাড়া ১ নং ব্যবসায়ী ইউনিটের পক্ষ থেকে এই তীব্র গরমে কারণে উদ্বোধন করা হল জলসত্রের।
আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নং ইউনিটের সভাপতি, সম্পাদক, সেক্রেটারি সহ ইউনিটের সদস্য সহ অন্যান্য ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের হাত ধরে এই জলসত্রের শুভারম্ভ হয়। যেহেতু আজ প্রথম দিন,সেই কারণে লাড্ডু এবং ঠান্ডা জল খাইয়ে পথচারীদের মুখে হাসি ফোটানো হল।
এ ব্যাপারে ব্যবসায়ীরা জানান,বাইরে থেকে প্রচুর মানুষ এই শহরে আসেন। আমরা শুধু ব্যবসার জন্য এখানে থাকি না,আমাদের ক্রেতা এবং সাধারণ পথচারীদের কথাও ভাবতে হবে। আর সেই কথা মাথায় রেখেই এই জলছত্র উদ্বোধন করা হল আজ।